গোপাল কৃষ্ণ বসে আছেন সিংহাসনে উপরে,
নয়ন বাঁকা ভজ্ঞী বাঁকা শিখিপাখা শিরোপরে !
তার হাতে বাঁশি বাঁকাহাসি যোগিনীর মনহরে,
যশোদার গোপাল নন্দদুলাল খায় ননী চুরি করে ।
তার চাঁচর চিকুর কেশে গলে বনমালা দোলে,
পীত বসন নয়ন রঞ্জন অলকা তিলকা ভালে ।
তার মুখে মধুর হাসি নয়নে প্রেমের ফাঁসি আকুলে,
এমন প্রেমিক নাগরা আছে কী এ গোঠ গোকুলে ?
সেযে গোঠের রাখাল গোষ্ঠ গোপাল এই ব্রজপুরে ,
সিদাম সুদামের সখা সেইতো রাখালরাজা গোঠেরে ।
গোপিনীদের দধীরভান্ড করে খন্ড নিষ্ঠুর কানাইয়ারে ,
মস্তক বাহি দধী পড়ে তারা হয়ে পড়ে নিরুপায়রে।
কানাই বধিবার তরে পূতনা মানবীর রূপ ধরে ,
স্তনযুগলে মেখে বিষ পান করায় গোপালেরে।
তখনই আনন্দে গেল দুষ্টা পূতনারে বধিবারে ,
অন্তরযামী নারায়ণ স্তনপানে বধিল পূতনারে ।
তখন বিশাল বিকট রূপ ধরে পূতনা তখন,
বক্ষ রক্ত টেনে খান পূতনার তখন নারায়ণ ।
বিশালা বিকট দেহ কদাকার হইল পূতন,
মা যশোদা একি অঘটন আচম্বিতে হইত এখন ।
卐卐卐卐卐卐卐卐卐卐卐
সন্ধ্যা - ৭ : ১০ মিনিট ।
২৩ / ০৭ / ২৪ মঙ্গলবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর !