প্রকৃতি নয়তো খেলার পুতুল
নয়তো নিছক খেলনা ,
যেথায় জন্ম সেথায় মৃত্যু
সেইতো অনন্যা ।
সুফলা শস্য শ্যামলা আমার মা ,
কোথায় গেলো তোমার অপরূপ সুষমা ।
কোথায় সেই পদ্মদীঘি শতদল শোভা পায়,
হংসমিথুন আনন্দেতে জলকেলী করে সেথায় ।
যেথা দীঘিজল করে টলমল বৌকথাকও পাখী ডাকে ,
যেথায় রান্না ঘরের চালের উপর দুইটি শালিক থাকে ।
বসন্তে বনানী বসন্ত সাজে বাসন্তী রঙে বনফুলে ,
সেথায় কৃষ্ণচূড়ায় ডালে ডালে লাল আগুন জ্বলে ।
বাংলার বধূ বুকে তার মধু জলে ভরে কলসী ,
ফুলবনে আহরনে ধেয়ে আসে মধুকর পিয়াসী ।
সুশোভিত কুসুমিত কুসুম বনমঞ্জুরী বনানী বাগে ,
প্রভাতে উদিত মহাদ্যুতি পূর্বরাগে অরুণরাগে ।
বসন্তে বাসন্তী ফুলে সুশোভিত কাননে ,
কোকিল মোহিত করে সুমধুর কুহু কলতানে ।
পলাশ রাঙা শিমুল রাঙা রাঙা বধূর মন ,
কৃষ্ণচূড়ার অনুরাগে রাঙা দুরন্ত যৌবন ।
বাংলার রূপ লাবন্যে রাঙায় কবির মন ,
অপরূপ মনোলোভা কি লাবন্য অনুপম ।
*****************
বিকাল- ৪ : ৩২ মিনিট ।
১০ / ০৬ / ২৪ সোমবার ।
কোলকাতা ।