মন ভরে বল রসনা তারা তারা নাম ,
দয়াময়ী তারা তোরে ত্বরাবেন ভবধাম !
ডুবে আছি মায়া জ্বালে একবার ভেবে দেখলিনারে ,
অন্তিমেতে নেবে কোলে সেতো
আমার তারা মা রে !
বিশালাক্ষী মা যে আমার নজরে তাঁর বিশ্বসংসার ,
লুকিয়ে পারবিনা রাখতে তুই করে অধর্ম কু-য়াচার !
দয়াময়ী মা যে আমার যাঁর হাতে জগত্সংসার ,
মনের দুয়ার খুলে ডাক তাঁরে সে যে মা তারা আমার !
মাগো আমার দয়াময়ী কোলে তুলে নে মা আমায় ,
তুই যদি বিমুখ করিস মাগো বল পাবো মুক্তি কোথায় !
চিন্তাময়ী তারা তুমি বদন ভরে ডাকি মা তোমায় ,
আয় মা তারা ভবদ্বারা ত্বরিতে মা ত্বরাও আমায় !
তুই বেটি ল্যাংটা থাকিস লজ্জা শরম নাই কি তোর ,
শিবের সঙ্গে সিদ্ধি খেয়ে কাটেনি
তোর এখনো ঘোর ?
সিদ্ধি খেয়ে বুদ্ধি হারা থাকবি মা তুই জনমভোর ,
আমি মা তোর অবোধ শিশু আমায় মনে নেই কি তোর ?
তুই কেমন পাষাণী মাগো তোর সন্তানের চিন্তা নেই ,
শশ্মানেতে নেচে বেড়াস সব ভাবনা ভুলেই !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
দুপুর - ১ : ৫০ মিনিট !
১৫ / ১১ /২৩ বুধবার !
তারাপীঠ থেকে মায়াপুর যাওয়ার পথে !