জীবনের উদ্দীপনা আনে নূতন ভাবনা ,
প্রতিক্ষণে কত জাগে নিত্য নব ধারণা  ।

সারাক্ষণ কতদোলা দেয় নাড়া সারাবেলা ,
ক্ষণে ক্ষণে মনে জাগে শেষ হয় জীবন মেলা।

জাগে কত নব আশা জাগে কত ভালোবাসা ,
সংসার রঙ্গমঞ্চময় তবু বাঁচা মনে আশা ।

জীবনের খেলা ঘরে কত ভাঙা গড়া খেলা চলে ,
নূতন নূতন খেলা ঘরে নিত্য নব  খেলা খেলে ।

এক্ষুনি  আছি  এক্ষুনি নেই সংসার অনিত্যময় ,
তবুও ভবিষ্যতের লাগি সবাই করে সঞ্চয় ।

মহাপুরুষ  মহামানবেরা জন্মে ছিলেন এই দেশে ,
মহান কীর্তি সৃষ্টি তাদের রয়ে গেছে প্রয়ান শেষে ।

শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদ বামাক্ষ্যাপা সাধকেরা যত ,
মাতৃনামে দীক্ষা নিয়ে তাঁরা লাভ করেন অমরত্ব।

মা ভবতারিণী  কালী শ্যামা মা তারার পদ মূলে ,
মাতৃ নামে বিভোর হয়ে ঠাঁই পেলেন চরণ তলে ।

শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শচীর নন্দন জন্মেছিলেন নদীয়ায় ,
হরিনামে মাতোয়ারা প্রেমবারি ঝরে তাঁর বক্ষ ভেসে যায় ।

যুগে যুগে সিদ্ধপুরুষ জন্মেছিলেন এই বাংলার দেশে ,
ধরাধামকে পাপ হতে মুক্ত করবেন এই মনের আশে ।

                *****************
বিকাল - ৩ : ২৪  মিনিট ।
২৪ / ০৪ / ২৪ বুধবার ।
কোলকাতা ।