কালো রাত্রির আঁধারের পরে
             সূর্য্যালোকে ধরনী উঠে ভরে ,
প্রত্যুষে অরুন প্রভা ধরনীর পরে
               নতূন দিগন্তে আলোর বন্যা ঝরে ।

সূর্য্য হাসে পাখীরা গায় গান
             বনবীথির সবুজে বাজে তান ,
বনানী করে শ্যামলিমায় স্নান
              বুলবুল সুরেলা কন্ঠে গায় গান ।

তটিনীতে ঢেউ খেলে উদ্যাম যৌবনে
                   মনমাঝি দাঁড় বায় তটিনী সঙ্গমে ,
বেহায়া পাখীটা গায় গান উন্মনে
                   ময়ূর পেখম তুলে নাচে আনমনে ।

মেঘবালিকা হরষে উল্লসিত নীলাকাশে
                  চাতক বারি যাচে সেথা ভেসে ভেসে  ,
মরুভূমি মরুদেশে শুষ্ক বুক শোষে ,
            মরিচিকা কাতরকন্ঠে তৃষায় প্রাণ নাশে ।

আঁধার ঘোচে আলোর বেনু বাজে
           সূর্য্য হাসে চন্দ্র হাসে নব নব সাজে ,
নতূন প্রভাত জাগে নব দিগন্ত মাঝে
           আঁধার ঘুচে সেথা আলোর রোশনী রাজে ।

           ******************
রাত্রি - ৯ : ৩০  মিনিট ।
০৮ / ০৯ / ২৩ শুক্রবার ।
কোলকাতা ।                 (শোষে > পিপাসা )