জন্ম নিলো রাজনন্দিনী
আনন্দে ভরে ভূবনখানি
মা - বাবার নয়নের মণি ।

মোর আদরের ধন
দিদার মাণিকরতন  
চারিদিক আনন্দ মগন ।

দাদুভাইয়ের বুকের ধন ,
না হেরিলে আঁধার নয়ন
বুকে ধরে রাখেন সারাক্ষণ ।

তুই মোর বুকের মাণিক ,
আনন্দ মুখরিত চার দিক
তুই জন্মিলি যেন শিখাদ্বীপ ।

স্বর্গেতে দুন্দুভি বাজে  ,
মর্ত্য সাজে রথ সাজে
ফুল ফলে বনবিথী বিরাজে ।

ঝমঝমিয়ে  বৃষ্টি ঝরে ,
যেন মেঘমালা বারি ভরে
হেন কালে তুই এলি ঘরে ।

কৃষ্ণকালো জলধর ,
আঁধারে ঘনায় ভূধর
ঘনঘন বাজে মেঘডম্বর !

**************
দুপুর - ১: ১৫ মিনিট !
২০ /০৬ /২৩ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !