আমিই রমনী --
নইতো পুতুল খেলনা ,
আমিই রমনী --
নইতো সবার ফেলনা !
আমিই শুধু নই রক্ত, মাংসের ঢেলা ,
ঘরের কাজের যন্ত্র  !
আমি সেই রমনী , পুরুষের দেওয়া --
সিঁদুর পরে ,নই আব্রুতে বদ্ধ !
আমি শ্বাপদসংকুল ,
আমি নই পরনির্ভরশীল ,ক্রন্দনরতা  !
আমি সেই রমনী ,নই গৃহের মধ্যে রুদ্ধ ,
পুরুষ ছাড়া সূর্যের আলো দেখাও মানা !
আমি নই বন্ধ্যা কিংবা সর্বংসহা ,
কিংবা পুরুষ শাসিত রমনী !
আমিই রমনী ---
গর্ভধারিনী ,বীর প্রসবিনী ,বক্ষে মোর সুধা !
আমিই রমনী --
শয়নে ,স্বপনে ,বিশ্বজননী !
সর্বজয়ী রমনী --
অগ্রজয়ী নভশ্চারী ,জল ,স্থলচারিনী !
আমিই রমনী --
অতিক্রম করি জল ,স্থল ,জঙ্গম ,মরু !
আমার নেই বর্ন ,নেই ভেদ ,বিশ্বাস কিংবা অবিশ্বাস ,
আমিই ধ্বংস ,সৃষ্ষ্টিতে আমিই জেষ্ঠ্য !
আমিই রমনী --
আমাতেই সৃষ্ট  ,আমাতেই পুষ্ট ,
আমাতেই ক্লিষ্ট আবার সময়ে কনিষ্ঠ !
আমিই রমনী --
মৃন্ময়ী ,চিন্ময়ী ,দুর্জয় ,দুর্নিবার ,দশভূজা ,
আমি অবিনশ্বর ,ক্ষনজন্মা ,দুর্বোধ্য !
আমি নয় জীবনমৃত ,নশ্বর ,নবোঢ়া কিংবা ক্রীতদাসী !
সৃষ্টির দাপটে আজ হতে আমি বনস্পতি  ,
স্বয়ংবরা ,স্বয়ংসিদ্ধা রমনী !
আমিই রমনী --
নয়কো ভোগ্যা কিংবা অঙ্কশায়িনী !
আমিই করি ধ্বংস আবার আমিই করি সৃষ্টি !
আমিই রমনী --
দশপ্রহরন ধারিনী ,ত্রিজগৎ পালিতা ,
সর্বজন পূজ্যা সেই রমনী !

      ***********
বেলা -১০:৩০মিঃ ,ডেবরা !
০৫ /০১ /২০১৮ ,শুক্রবার !