আমার আমিকে আমি আমাতে খুঁজি ,
কোথা যে হারিয়ে গেলো 'আমি' না বুঝি ।
যথায় তথায় আমার আমি ছুটি সারাক্ষণ ,
লাগাম বিহীন 'আমি'না মানে কোন বারন ।
স্থান কাল সময় নেই আমি যে কোথায় ,
হেথা হোথা ছুটে ছুটে আমি পালিয়ে বেড়াই ।
আমার আমিকে আমি কত বুঝিয়ে শেখাই ,
আমার আমি শুধু কোথায় কোথায় ছুটে বেড়ায় ।
আমার আমিরে বলি কথা শোন অবাধ্য না হোস ,
হেথা হোথা কেন সদা 'আমি' পালিয়ে বেড়াস ।
নদ নদী পারাবার সাগর বন্দর সাগর সাহারা পার ,
জল স্থল আকাশ বাতাস মালভূমি সমতল আঁধার ।
আমার আমির সাথে যাই শুতে যখন বিছানাতে ,
তখন শয়নে স্বপনে আমি শুয়ে দেখি স্বপনেতে ।
আমার আমি আমার কথা শোনে কানপেতে ,
কত শত আমি 'র কথাকলি ফোটে আমার আঙ্গিনাতে ।
আমার আমি কিছুতেই কোন কিছু শোনেনা কথা ,
চারিদিকে ছোটাছুটি ঘোরাঘুরি শুধু আনে বারতা ।
আমার আমি শুধু বেঁচে আছে নিয়ে কত শূন্যতা ,
আমার আমি বাঁধে ঘর নিয়ে অনেক গোপনতা ।
**********************
রাত্রি - ০১ : ২৫ মিনিট ।
২১ / ০৩ / ২৪ বৃহস্পতিবার ।
কোলকাতা ।