মানুষ মানুষ্যত্ব হারিয়ে হয়েছে বেহুঁশ  ,
মানবত্ব বিবেক হারিয়ে হয়েছে অমানুষ  ।
বিবেচনা দিয়ে জলাঞ্জলি হলো নরপশু ,
স্বার্থপর আত্মসুখী শুধু স্বার্থের পিপাসু ।

লঘু গুরু ধর্মাধর্ম নেই কোন জ্ঞান ,
মুখে সদা উচ্চবাচ্য দেয়না সম্মান ।
শিশু ফুল বাসেনা ভালো করে নারী
ধর্ষণ ,
সত্যের স্থান নাই মুখে মিথ্যার বর্ষণ ।

লাজ লজ্জা সব কিছু গেছে নির্বাসনে  ,
বিলাল্লাপনা নির্লজ্জতা জগৎ নিলো জিনে  ।
নির্লজ্জ বেহায়া নাই সংযম সংকোচ মনে  ,
লজ্জাহীন ঘুরে বেড়ায় সমাজের নানাস্থানে  ।

রাধারাণীর প্রেমলীলা সবাইতো জানে  ,
রাধারাণীর মতো লীলায় মত্ব স্থানে স্থানে ।
কোনকিছু নাই গোপনে সকল প্রকাশনে ,
লজ্জা সম্মানের ভয় চিহ্ন নাই কোনস্থানে  ।

ঘুষ খোরেরা ঘুষ খায় গোপনে সংগোপনে ,
ধর্ষক ঘুরে বেড়ায় জনগনের সম্মুখেপানে ।
বিচারক যিনি তিনিই থাকেন মোহপানে ,
চোরগুন্ডা বদমাইশ থাকে সমাজে উচ্চস্থানে ।

          ****************
সন্ধ্যা - ৫ : ১৮ মিনিট ।
১৭/০২/২৫ সোমবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।