আলোর ঝর্না নীল আকাশে ,
শরৎ শশী মিষ্টি মধুর হাসে ।
শিউলী তলায় পথের পাশে ,
শিউলী বিছায় ঘাসে ঘাসে ।
আলোর বেনু ঐ যে বাজে ,
ধরা সাজে পূজার সাজে ।
মা আসবেন মোদের মাঝে ,
শাপলা শালুক ঐ বিরাজে ।
শিউলী ছড়ানো পথের 'পরে ,
আগমনীর গানের সুরে সুরে ।
আনন্দ জাগে হৃদয় জুড়ে ,
মা আসবেন বৎসর পরে ।
এবার ঢাকে পড়বে কাঠি ,
আনন্দে সবে পড়বে লুটি ।
শাপলা শালুক আছে ফুটি ,
পূজার গন্ধে উঠলো মাতি ।
মা আসবেন সিংহের চড়ে ,
মেনকার কাছে বাপের ঘরে ।
কার্তিক গনেশ সাথে করে ।
লক্ষ্মী সরস্বতী সঙ্গে যেরে ।
***************
সন্ধ্যা -৬ : ২৭ মিনিট !
১৬ / ০৯ /২৩ শনিবার !
রবীন্দ্রানগর = মেদিনীপুর !