ভোরবেলা ঘুম ভেঙে দেখি
             ভোরের আলো ফুটে ,
পূবের আকাশ রাঙিয়ে ঐ
               সূয্যি মামা  উঠে  ।

প্রভাত বেলায় জেগে শুনি
               প্রভাত পাখির গান ,
প্রভাত আলো ছড়িয়ে গেছে
               ভাসে সুরের কলতান ।

কিচির মিচির পাখির ডাকে
            ঘুম ভেঙে যেই দেখি  ,
বাসা ছেড়ে খাবার খোঁজে
               উড়ছে যত পাখি ।

শালিক চড়াই বুলবুলি
          গায় ভালোবাসার গান  ,
মনের মাঝে জাগিয়ে তুলে
           প্রেম ভালোলাগার তান  ।

ঘাসের আগায় শিশির বিন্দু
               যেন জ্বলে মুক্ত দানা ,
কলস কাঁখে  পল্লী বধূ
              করছে আনাগোনা ।

লাঙ্গল কাঁধে চাষীর দলে
             ক্ষেতের পানে ধায় ,
দরজা আড়ে বধূরা সব
              সেদিক পানে চায়  ।

শ্যামল বরন গ্রামটি আমার
             সবুজে সবুজের বন  ,
এমন সুষমা রূপ দেখে মায়ের
           আমার হারিয়ে গেছে মন  ।
        
          **********
সকাল  - ১০ : ২৬ মিনিট  ।
0৩ / ১১ / ২৪ রবিবার  ।
রবীন্দ্রনগর =  মেদিনীপুর  ।