কবি সাধু ছাত্র কৃষক শ্রমিক মজুর ভাই ,
এসো মোরা সবাই মিলে কাজে হাত লাগাই ।
দশের লাঠি একের বোঝা মজবুত হওয়া চাই ,
দুরাচারী দুর্বৃত্তরা ভীত সন্ত্রস্ত হয়ে পালাবে সবাই ।
নরপশুরা করে চলে সদাই নরক গুলজার ,
স্থান কাল পাত্রের নাই প্রভেদ শুধুই অনাচার ।
মান সম্মান হীন বেহুঁশ তারা জাতিতে মাতাল ,
সম্পর্ক স্থান ক্ষেত্র নাই জ্ঞান কালাকাল ,
মানুষ আকার ধরে তাদের নাই মান ও হুঁশ ,
নারীর মাংস খেতে পেলেই হয় তারা বড় খুশ ।
বাচ বিচার নাইকো তাদের সদাই রক্তের পিয়াস ,
সদাই লালসা তাদের নারীসুখ মাংসের বড় আশ ।
না আছে বংশ মর্যাদা তাদের নাই পিতৃ পরিচয় ,
অসৎ সঙ্গে সংস্রব সদা তারা অসৎ কর্মেই রয় ।
মন্দ চিন্তা ভাবনা তাদের সৎ কর্মে অরুচি হয় ,
মন্দ সদাই চোখে ভাসে মন্দ ছাড়া ভাল নয় ।
মন্দ কাজ মন্দ ভাবনা করে তারা সর্বদাই ,
পরের মন্দ ক্ষতি ছাড়া তাদের অন্য ভাবনা নাই ।
মা মাসি বোন তাদের গুরু লঘু মন্দ ভাল জ্ঞান নাই ,
কাক চিল শকুন কুকুরের মত ভাগাড়ে নজর সদাই ।
**************
দুপুর - ১ : ০৮ মিনিট ।
৩১ / ০৮ / ২৪ শনিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।