কোকিল সুন্দর হয় মিষ্টি মধুর গানে ,
নারী সুন্দর হয় স্বভাব সতীত্বর গুনে ।
বিধুযায় সুন্দর ভাবে কুরূপ যে সব নর ,
ক্ষমা গুন থাকলে মুনি ঋষি হয় সুন্দর ।

ঋষি মুনি নমস্য হয় সদা ব্রহ্ম জ্ঞান লাভে ,
মানুষ্যগন সম্মান পায় তাদের কর্ম প্রভাবে  ।
ধর্ম কখনো বড় নয় কর্মই সর্বদা বড়ই হয় ,
জীব সেবাই শ্রেষ্ঠ কর্ম ধর্ম কখনো শ্রেষ্ঠ নয়  ।

যে ধর্ম যে ভালোবাসে তার ধর্ম তার কাছে ,
কেন শুধু ধর্ম নিয়ে দাঙ্গা  হানাহানি কর মিছে  ।
জীবের শ্রেষ্ঠ মানুষ জন্ম এই জগৎ সংসারে ,
ধর্ম নয় কর্মই শ্রেষ্ঠ এই জগৎ  মাঝারে ।

ধর্ম ও জাতি নিয়ে কেন মিছে কর টানাটানি ,
এই মাটিতেই জন্ম মোদের একই দেশ জননী ।
সবার শরীরেই একই রক্ত একই শিরা ধমনী ,
এই দেশেরই অন্ন জল বাতাস নিয়ে বাঁচে জীবনি ।

একই মাটি একই জলে আলো বাতাস ফুলে ও ফলে ,
একই দেশে বাঁচি বাড়ি হেসে খেলে বাস করি সকলে ।
একই মোদের জন্মভূমি একই চন্দ্র সূর্য  আকাশ  জমি ,
বীর প্রসবিনী মা যে মোদের এসো সবাই মা'র চরণ চুমি ।

                        **********
বেলা - ১১ : ৪০ মিনিট ।
০৫ / ১২ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর ।