ঘুটঘুটে কালো অন্ধকারময় জগৎময় ,
জিঘাংসার ভরা মন মানুষ পশুরূপী হয় ।
খুন জখম লুটতরাজ রাহাজানি দেশময় ,
বড়লোক ধনী ব্যবসায়ীদের ভাগ্য বিপর্যয় ।
প্রশাসন অন্ধ দৃষ্টিহীন নাইকো তার উপায় ,
মার্তন্ড না উদিলে তমসাছন্ন জগৎসংসারময় ।
নির্বাচন শুধুই স্বার্থ বিনিময়ের লীলা খেলা ,
অর্থের একী অপরূপ অপূর্ব সুন্দর সুলীলা ।
সবার তখন আসে আখের গুছাবার পালা ,
নেতামহাশয় সদাশয় হবেন দিল খোলা ।
ভাইরে এইকি নিদারুণ ভোটের বাহাদূরি ,
ভীক্ষারি হয় রাজা রাজা হয় পথের ভিখারী ।
এসো সবাই ভাই ভাই জাত পাত কিছুই নাই ,
মুক বধির হয়ে থাকবো নাই প্রতিবাদ করে যাই ।
হিন্দু মুসলিম খ্রীষ্টান মোরা একই মা'র সন্তান ভাই ,
একই দেশে জন্ম মোদের দেহে একই রক্ত ভিন্ন নাই ।
একই মায়ের খাই পরি এসো মায়ের চরণ চুমি সবাই ,
এই দেশেতেই জন্ম মোদের এই দেশেতেই মরণ ভাই ।
**************************
সন্ধ্যা - 5 :19 মিনিট ।
02 / 06 /24 রবিবার ।
কোলকাতা ।