ও পাহাড় তুমি নগর শহর হতে আছ বহুদূর ,
তোমার কোলে কুড়িয়ে রাখো এক মুঠো রদ্দুর ।
তোমার কোলে সূর্য মামা ছড়িয়ে দেয় আলো ,
চারিপাশে রোদ্দুর মাখা সবাই বাসেগো ভালো ।

মহিরুহ সোহাগে জড়ায়ে বীটপিরে অম্বরে তাকায় ,
রোদসোনা মেখে গায় মনেহয় তোমারেই ছুঁতে চায় ।
রসালে জড়ায়ে বুকে বিটপী আনন্দে আদরে ঘুমায় ,
প্রেমহিল্লোলে আলোকলতিকা ঘুমায় তরুরে জড়ায় ।

না দেখার বিরহ ব্যথা অন্তরে দাগা দেয় সদা সর্বদাই ,
স্মৃতির মধুবৃন্দাবনে যুগলে বিরহানলে জ্বলে সততই ।
হৃদের মিছিল কেবল নীরবে হেঁটে চলে একাই ,
মন আনন্দে মগন হয়ে তোমার সাথে মিশে যেতে চায় ।

শুন্য খালি হাত যখন কে যে আপনজন বলে দেয় তখন ,
অর্থ স্বার্থ লাগি আদর করে ভালোবাসে শুধুই প্রয়োজন ।
দেখ এই চরাচরে অর্থ স্বার্থই হয় অনর্থের আসল কারণ ,
অর্থ ধনী রত্ন আছে যার সেইতো দুনিয়ায় আপনজন  ।

তাইতো এটাই কথায় কথায় বলে "লম্বা কাঁছায় নমস্কার",
অর্থ ধন নাই যার শুধু সে অসার পায় সর্বত্রই তিরস্কার ।

                          ***********
রাত্রি - ৮ : ০০ টা।
১৯ / ১১ / ২৪ বৃহস্পতিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।