জীবনের ভাঙা গড়া ঘর বাঁধা বাঁধা খেলা ,
দুরন্ত সংগ্রামময় জীবন বয়ে চলে সারাবেলা ।
রাজা শুধুই রাজা সাজে বুঝেনা প্রজার জ্বালা,
রাজা সেজে গুছায় কেবল সুখের আখের গুলা ।

অলিগলি অন্ধকার পথ কেবল ফেলে দীর্ঘাশ্বাস ,
লজ্জায় রাঙা হয়ে কাল মেঘে মুখ ঢাকে নীলাকাশ ।
মরীচিকা মরুদেশে আলেয়া সদাই করে বিদ্রুপ ,
আজও পৃথিবীর লজ্জায় রাঙা হয় সবুজ হাসি মুখ ।

ধরা হারায় ধীরে ধীরে শ্যামলশোভা সতীত্বের রূপ ,
ক্রমান্নয়ে হয় যেন মা'র রুক্ষ শুষ্ক রুদ্রানীর বিক্ষোব ।
শ্যামলী শান্তিময়ী ধরনীর নদীতট যেন মরুভুমি সম ,
বনানী হরিত বর্ন দিনে দিনে আববাহিকা সবুজ শূন্য ।

কালের করালগ্রাস ক্রমে ক্রমে গ্রাস করে সবুজ বনানী ,
শুষ্ক ডাল পাতা উড়ায় উর্দ্ধে যেন সাহারা জলশূন্য মরুভূমি ।
আকাশগঙ্গায় হতে যেন ধূমকেতু  ক্ষোভে ক্রোধে খসে পড়ে ,
অত্যাশ্চর্য বিভীষকাময় মেঘ শূন্য আকাশ হতে বাজ পড়ে ।

মাতৃস্তনে দুগ্ধ নাই নদীতে নাহয় বান বৃক্ষে ফল মাঠে নাই ধান ,
মানুষের মনুষ্যত্ব নাই নাই স্নেহ মমতা প্রেম ভালোবাসার স্থান ।
দরিদ্রের কষ্ট দুঃখ চির শ্বাশত নাই কোন জনকল্যানের অবদান  ,
নাই গুরুজনে শ্রদ্ধাভক্তি কনিষ্ঠদের স্নেহ বড়দের প্রীতি সম্মান ।

                *******************
রাত্রি - ৮ : ৫১ মিনিট ।
১৫ / ১১ / ২৪ শুক্রবার।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।