ভালোবাসা নয় সেতো দৈহিক মিলন ,
ভালোবাসা সেতো শুধু হৃদয়ের আকর্ষণ ।
কৃষ্ণকে ভালোবেসে রাধা হলো কলঙ্কিনী ,
কৃষ্ণ কলঙ্কের মালা গলে পরে রাধারানী ।
জল ফেলে জল আনতে রাধা চলে যমুনায় ,
জলের ঘাটে তমালতলে দাঁড়িয়ে শ্যামরায় ।
বাঁশীতে কালা সদা রাধা রাধা সুরে ডাকে ,
মন উচাটন রাধারানীর মন ঘরেতে না থাকে ।
রাধা নামে সাধা বাঁশী সদাই ডাকে রাধাশশী ,
রাধারানী মাখে গায়ে কৃষ্ণনামের কলঙ্কমসী ।
শিরে শিখিপাখা গলে বনমালা সেযে ঐ কৃষ্ণকালা ,
ভালোবেসে বিনোদিনী গলে পরে কলঙ্কেরমালা ।
বাঁশীতে কৃষ্ণ সদাই ডাকে রাধা রাধা শ্রীরাধা ,
বাঁশীর ডাকে পাগলিনী ভুলে যায় রন্ধনশালে রাঁধা ।
নিধুবনে বনমালী আয়ান হেরে মুক্তোকেশী মুন্ডমালী ,
আয়ান হেরে চতুর্ভূজা মুন্ডমালী রাধা পূজে বনমালী ।
কালো মেঘ হেরে রাধার কৃষ্ণ মনে পড়ে যায় ,
জল ফেলে জল আনতে রাধা যায় যমুনায় ।
এটাই তো ভালোবাসা নয় সে দৈহিক পিপাসা ,
হৃদয়ের বিনিময় হৃদয় দিয়ে মিটেনাতো আশা ।
*******************
রাত্রি - ৭ : ৪৫ মিনিট ।
২৬ / ১১ / ২৩ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।