আঘাতে আঘাতে যে হৃদয় ভাঙে রোজ রোজ,
কেউ কি তা করে অনুভব কেউ কী রেখেছে খোঁজ।
আঘাতে আঘাতে যে হৃদয়খানা কঠিন হয়েছে আজ  ,
আর সে হৃদয় নরম কি হবে ধরবে কি কোমল সাজ ।

নিদ ছেড়ে গেছে নয়ন বাসর একাকী জাগে রজনী ,
একা নিদ হারা পাখীরে খুঁজিছে নয়ন কোথায় যামিনী ।
ছেড়ে গেছে সেই ঘুমের পাখীরে নয়নেরে দিয়ে ফাঁকি ,
তাই আজ আমি একা ঘরে সারা ঘর খুঁজে দেখি ।

তাকে নিয়ে আর ভাবিনাকো আমি ভাবিনাকো রোজ রোজ।
ফাঁকি দিয়ে সে কোথা যে পালাল করিনাকো তার খোঁজ  ।
শান্তি যেথা গৃহ ত্যাজি গেছে নিদ চলে গেছে সেথা পরিহরি  ,
যতই যেখানে খুঁজিনা তাহারে হদিস না মিলে যে তাহারি  ।

মুখ যে সবার মুখোশ দিয়ে ঢাকা শহর নগর গ্রাম বনভূমি ,
আপন আত্মীয় স্বজন রক্তের সম্পর্ক হলো যে মিথ্যা জানি ।
ভূবন যে খেলে মিথ্যার খেলা সেথায় লাল হয়ে ঝরে ঘাম ,
বুকের ভীতর বোবা কান্না ঢুকরে কাঁদে নাই কোন তার দাম ।

আঘাতের উপর আঘাত যখন রোধ হয়ে আসে বাক ,
পাষান হৃদয় উদাস হয়ে দেখে পৃথিবী আজ কত নির্বাক ।
আপন যখন পর হয়ে গিয়ে করে আপন জনের অভিনয় ,
কিভাবে মনে পরিবোধ নেবে মনকে কি দেবে তার পরিচয় ।

                ***************
দুপুর  - ১২ : ৪০ মিনিট  ।
২১/১০/২৪ সোমবার  ।
রবীন্দ্রনগর  = মেদিনীপুর  ।