প্রাচীন হারিয়ে গেছে নবীন গৌরবে ,
ভাল ছিল প্রাচীন সহজ সরল অনুভবে ।
নবীন পায়ে পায়ে এল অত্যাধুনিক বৈভবে,
সহজ সরল প্রাচীন গেল কোথা হারালো সবে।

আধুনিকতা এনেছে বিজ্ঞানের নব নিত্য অবদান,
আকাশ পথে জল পথে চলে কত নব অভিযান।
চিকিৎসা জগতেও এসেছে কত নব নব উত্থান,
কৃষক ভাইয়েরা পেয়েছেন অধিক ফলন বীজধান।

নিত্য নব ফ্যাশন আসে নিত্য নব পোষাক পরিচ্ছদ,
পোষাকের বাহারে কত ভব্যতা লেগে যায় তাক।
অর্ধাঙ্গে বাহারী পোষাক পরিচ্ছদ পরিধানে সবে নির্বাক,
লজ্জার বালাই নেই একোন জগৎ সবে হয় হতবাক।

নাই আচার ব্যবহার মন্দ ভালোর কোন ব্যবধান ,
শুধুই অনাচার অসৎ কর্ম কূকর্মের হয়েছে ভান্ডার।
প্রাচীন হারিয়েছে অত্যাধুনিকতার আগমন বার্তায়,
উন্নতির শিখরে নবীন এল তার কিছুই নেই সংশয়।

উবে গেছে শ্রদ্ধা ভক্তি স্নেহ ভালোবাসার ব্যবহার,
শুধুই অভিনয় উচ্ছৃঙ্খলতা ব্যক্তিগত কার্য উদ্ধার।
নাই চক্ষুলজ্জা উগ্রসাজ দেখে পাবে লজ্জা ব্যবহার,
হালফ্যাসেনের সভ্যতা এল হারালাম প্রাচীন আচার।
                ************
রাত্রি - ১০ : ০৬ মিনিট।
০৬/০৮/২৪ মঙ্গলবার।
কোলকাতা  ।