এসেছো খালি হাতে যাবেও খালি হাতে ,
একাই যেতে হবে কেউই যাবেনা সাথে ।
পড়ে রবে গাড়ী বাড়ী পড়ে রবে নারী সুন্দরী ,
টাকা পয়সা দালান বাড়ী সবই রবে পড়ি ।
জননী জন্মভূমি আমার হেরে তারে মুগ্ধ আমি ,
সবই ছেড়ে যেতে হবে প্রিয় আমার জন্মভূমি ।
মরণ কাঠি জিয়ন কাঠি আমার জন্মভূমির মাটি ,
এই মাটিতেই শান্তি আছে সবই আছে পরিপাটি!
জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় কবে ?
নির্ধারন এটাই আছে যা আছে সবার ভবিতব্যে ।
প্রতিটি মানুষেরই এটাই আছে শেষ পরিনতি ,
কর্ম ফল বয়ে আনে কূফল ও সুফল এটাই সত্যি ।
জীর্ন শীর্ন দেহ চর্ম লোল প্রতিটি মানুষেই হয় ,
যেতে হবে মধুপুরে যখন যার হবে সে সময় ।
অবিশ্বাসী জীবন দেহের সাথে করে ঘাতকতা ,
যত্ন করে দেহ পিঞ্জিরায় ভালোবেসে রাখে তা' ।
বাঁশের খাঁচায় ঘুন ধরিলে 'জীবন' যায় ফাঁকি দিয়ে ,
কখন যে পাখী যায় কোন সে পথ দিয়ে পালিয়ে ।
ঝড় বাদল যাই হোক না কাটা আছে টিকিট হেন ,
সময় এলেই পালিয়ে যাবে পাখী স্বস্থানে শোন ।
জীবনের এই রঙ্গমঞ্চের অভিনয়ে প্রবেশ ও প্রস্থান ,
কখন যে কার আগমন কখন হয় জীবনের অবসান ।
এপারের কাজ শেষ হলে ওপারের আসে আহ্বান ,
কোনপারে সুখ শান্তি কে জানে কোথায় জুড়ায় প্রাণ ।
*******************
রাত্রি - ৯ : ৫৫ মিনিট ।
১৮ / ১২ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।