শিশির ভেজা ঘাসের 'পরে
           মন ফড়িং মোর যায় যে উড়ে ,
রোজ দেশেতে কত রঙের
              চলছে কত কিছুর বিবর্তন  ।

পরান নদী গভীর টানে
               তুলছে হৃদে ঝড় তুফান ,
হঠাতেই তুফান ঝড়ে
                   ঢেউ তুলে যে প্রেমেয বান ।

পানকৌড়ি মন যে আমার
                 প্রেম  নদীতে দিচ্ছে ডুব ,
তুলবে  বুঝি প্রেম মুক্তো
                 তাইতে জলে ডুবছে খুব ।

স্মৃতির পাতায় হিসেব খাতায়
                 রাখছি তুলে মুক্তো মুকুল ,
ভূষণ গড়ে রাখবো তুলে
              হৃদপিঞ্জরে ভলোবাসার ফুল  ।

থাকবে ভালো বাসবো ভালো
                 মনের ভ্রমর উড়ে এলো  ,
মনের আলোয় নেবো চিনে  
              সেই অচিনপূরে চেনাগুলো  ।
    
    **********************
সন্ধ্যা - ৬ : ৩০ মিনিট !
০১ / ০২ /২৪ মঙ্গলবার !
কোলকাতা !