চেনা চেনা মুখ সব আজ অচেনা হয়ে যায় ,
কেমন যেন হারিয়ে গেছে সব স্বার্থের নেশায় ।
চিনেও না চেনার ভান দেখেও না দেখা ,
মনে মনে ভাবে কিছুই মনে পড়েনা তা ' ।

অতীত না পড়ে মনে  নতূন নতূন মনে হয় ,
চোখাচোখি হলেই মুখ ফিরিয়ে  চলে যায় ।
শৈশব কৈশর কখন যে ধীরে ধীরে চলে যায় ,
দুরন্ত যৌবন উঁকি দেয় দেহের আঙ্গিনায়  ।
গুটি গুটি পায় প্রৌঢ়ত্ব  এসে দুয়ারে  দাঁড়ায় ,
বার্দ্ধক্য ধীরে ধীরে উঁকি দেয় জীবন দরিয়ায় ।

অতীতের কত স্মৃতি স্মৃতিপটে উঠে ভাসি  ,
চেনা মুখ অচেনা হয় চিনি চিনি মনে আসি ।
কৈশরের কিশলয় পূর্ণ পর্নে পরিনত  হয় ,
নবীন প্রবীন আজি সংসারের দায়িত্ব বয় ।

আত্মীয় অনাত্মীয়ের মত চিনেও চেনেনা তারা ,
বিস্মৃতির অতল তলে আপনত্বে হলো হারা ।

অতীতের  ছোট্ট শিশু আজকের যৌবনে নবীন ,
যুবকেরা  মধ্যম বয়েসি হয়ে হয়েছে সব প্রবীন ।
দেহ ক্ষীন অস্থি ক্ষীন  চর্ম লোল দেহে নাই বল ,
ক্ষীন দৃষ্টি হীন বল জষ্ঠি তার অবলম্বন কেবল ।

         *****************
বিকাল - ৩ : ১৮  মিনিট ।
০১ / ১২ / ২৩  শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।