ওপারে যাওয়ার সময় এসেছে এবার
চলে যেতে হবে সব কিছুই ফেলে ,
এতো সুখ এতো আনন্দ এতো কোলাহল
ওপারের ডাক এলে যেতে হবে চলে ।
এতো আনন্দ প্রেম ভালোবাসা
লিখে দিতে হবে মৃত্যুর দলিলে ,
পৃথিবীর খেলা শেষ হয়ে গেলে
যেতে হবে ওপারের ডাক পেলে ।
মায়া মোহ স্নেহ ভালবাসা বন্ধন
করে দিয়ে সব কিছু মোচন ,
ফিরে যেতে হবে নিজের ভবন
অপেক্ষা না সইবে মুহূর্তক্ষণ ।
এতো ভালোবাসা এতো আলো আশা
হবে সব চোখের পলকে নিঃশেষ ,
তবুও মায়া মোহ আশার নেশা
কোনো কিছু হয় নাকো মানুষের শেষ ।
বুঝেও না বুঝে এই অবুঝ মন
আমার আমার বলে আঁকড়ে সারাক্ষন ,
অনিত্য জীবন লাগি কত করে ভাগাভাগি
মৃত্যুকে জয় করা যায়না কোনদিন ।
*************
দুপুর - ১ : ৩০ মিনিট ।
২৫ / ১১ / ২৪ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।