লজ্জা গেছে আজ বনে নির্বাসনে ,
তাই লজ্জাহীন হয়ে সব হাঁটে বৃন্দাবনে !রাধারাণীর প্রেমলীলা সবাই তো জানে ,
তাই কোন কিছুই আজ আর নাই গোপনে !
বে -শরম হয়ে সমাজ পথে ঘাটে হাঁটে ,
দেখতে মানুষরূপী পশুরও অধম বটে !
অর্ধনগ্ন পোশাক পরিধানে প্রায় উলঙ্গ ,
লজ্জা সম্মান ত্যাগ দিয়ে করে অসৎ সঙ্গ!
বিবেক আজ হয়েছে দেওয়ানা ,
শ্রদ্ধা ভক্তি স্নেহ মমতার নেই পরোয়ানা !
বুদ্ধি বিদ্যা ভালোবাসা গেছে জলাঞ্জলি ,
রাস্তা ঘাট ফুটপাতে ঘোরে অলি গলি !
পূজার্চনা নিয়মকানুনের না আছে বিচার ,
বেপরোয়া মত্তমাতঙ্গ সম করে যে বিহার!
নব্য সভ্যতা ভদ্রতা দেখি ব্যাভিচার সম ,
কেবা নারী কেবা নর পরিধানে নাই বৈষম্য !
*************
বিকাল -৪ : ৪০ মিনিট !
২৫ /০৭ /২৩ মঙ্গলবার !
কনকর্ড = আমেরিকা !