খাদ্যা খাদ্যের নাই বিচার সুরাপানে মত্ত ,
সৎকর্ম ত্যায়াগিয়ে অসৎকর্মে সদা লিপ্ত ।
কেবা সুর কেবা অসুর নেই কোন তফাৎ ,
উভয়ের আছে মাথা নাক দুই কান চোখ হাত ।
অরুচি কূরুচি সম্পন্ন তারা অবিবেচক সদাই ,
হানা হানি ক্ষুনা ক্ষুনি করে ভাই ভাই ।
অহংকারে মদন্মোত্ত অহংকারী দাম্ভিক সর্বদাই ,
অট্টালিকা ধন ধৌলত অর্থ টাকা গহনার সদাই বড়াই ।
অর্থ লাগি দেখি হাটে বাজারে পথে অহরহ অনর্থ ,
বৃদ্ধাবাাসে যায় পিতা মাতা যখন না থাকে সামর্থ ।
মায়ের থেকেও ভার্য্যা শ্রেষ্ঠ্য ভ্রাতার থেকে শ্যালক ,
ভ্যার্যার কথা যুক্তি যুক্ত মা যা'বলে তা'সব অমূলক ।
****************
দুপুর - ১ : ৩৬ মিনিট !
৩০ /০৭ /২৩ শনিবার !
কনকর্ড = আমেরিকা !