মা করবে সংসারের কাজ বৌ পটের বিবি ,
বাবা করবে হাট বাজার বৌ এর হাতে চাবি ।
স্বামী হলো আজ্ঞাবাহী হুকুমের চাকর ,
যেমন কথা তেমনই কাজ নইলে সে পামর ।

এই সমাজের রীতি নীতি নয় প্রাসঙ্গিক দুর্নীতি ,
কেবা বড় কেবা ছোট নেই বিচার সব অসঙ্গতি ।
একি অবক্ষয় দেখি আজ সমাজ সংসার মাঝে ,
অন্যায় অবিচার অধর্ম কূ-কর্ম সব ঘরে ঘরে রাজে ।

বে-শরম হয়েছে আজ এই নগ্ন সমাজ  ,
ছেলে কি মেয়ে নারী কি নর ধরেছে উগ্র সাজ ।
নির্লজ্জতা বেলাল্লাপনা করে জন সমক্ষের  মাঝ ,
মনে দম্ভ সুন্দর বুঝি ভদ্র এই আধুনিক সভ্যতা আজ ।

        ******************
দুপুর - ১ : ৩৬ মিনিট ।
২৩ / ০৭ / ২৩ শনিবার ।
কনকর্ড = আমেরিকা ।