ঘুষ খোরেরা নানান ঘুষ খায় সংগোপনে,
ধর্ষক বেড়ায় ঘুরে জনগনের সম্মুখ পানে !
বিচারক নিজেই থাকে মত্ত মোহপানে ,
দোষীরা ঘুরে বেড়ায় সমাজের মাঝখানে !
সৎ বলা সৎ সাহস সকলি হয়েছে পঙ্গু ,
কু আচারে রত সবাই ছাড়ে সৎ সঙ্গ !
সদাচার সৎকর্ম সৎজ্ঞান হয়েছে বিকলাঙ্গ ,
কূ-দৃষ্টি কূ-পরিবেশ কূ-ভাষা জীবনের অঙ্গ!
সভ্যতা ভদ্রতা সৌজন্যতার নাই আচরণ ,
এ যেন নব সভ্যতার নগ্ন নব বিচরণ !
রুচি হীন সাজ সজ্জা লজ্জাহীন পরিধান ,
যেন কুদৃষ্টি সম্পন্ন অবাঞ্ছিত কুরুচির নব অভিযান !
******************
বিকাল - ৪ : ৪০ মিনিট !
২৫ / ০৭ /২৩ মঙ্গলবার !
কনকর্ড = আমেরিকা !