প্রিয়তমা,
তুমি হারিয়ে গেছ আকাশের ওই নীল অজানায় ।
তুমি ফিরবে না জানি, তবুও ইচ্ছেরা ভাবায়-
আসবে না জানি, তবুও থাকি অপেক্ষায়।

গভীর রাতে যখন চেয়ে থাকি আকাস পানে,
তুমি নেই, ভাবতেই অবাক লাগে।
মনে পরে যায় পুরোনো সেই দিনগুলোর কথা,
যা আজ শুধু স্মৃতির মালায় গাঁথা।

প্রিয়তমা,
আমি আজও ভুলি নি তোমায়।
পুরোনো স্মৃতিগুলো আজ, খুব বেশি ভাবায়।
হৃদয়ে তোমার ছবি আজও বয়ে বেরাই,
তুমি আসবে না জানি, তবুও থাকি অপেক্ষায়।


১৯ ফেব্রুয়ারি ২০১৪
    ফার্মগেট, ঢাকা