অভিমান করে কোথায় লুকোলে?
তোমাকে কোথাও খুঁজে পেলাম না।
শহরে-বন্দরে, মানুষের কোলাহলে-
সমুদ্র সৈকতে, পাহাড় অরণ্যে-
কোথাও খুঁজে পেলাম না।
যখন একা থাকি-
পাখির ডাকের মত,
ভ্রমরের গুঞ্জনের মত,
দূরের তারার মত,
আমার অবদমন মনে-
মেঘের ভেলা পারি দিয়ে তুমি চলে এলে।
আমি ফেরাতে পারি না!
কিন্তু তোমাকে কোথাও খুঁজে পেলাম না।
শুধু খুঁজতেই থাকি!