শুনতে পাচ্ছো কি ?
হ্যা তোমাকেই বলছি ! !
আমার জন্য কিছুটা শাসন তুমি তুলে রেখো,
তেলে ডোবাও, রোদে দাও,
বয়ামে ভরে শিকেয় তুলে রেখো,
তবু রেখো,
যেভাবে দিন যাচ্ছে
এতে বেড়েই চলেছে আমার ভালবাসার গভীরতা ।
মন্থনের কিছু স্পর্শ তুমি তুলে রেখো
অলংকারের সাথে,
সিন্দুকে রেখো,
ব্যাংকের কোটরে রেখো,
যেখানেই রাখো পরম যত্নে রেখো,
আমি চলে যাবার ঠিক আগ মুহুর্তে
ঠোঁট থেকে তুলে নিও তোমার দেওয়া চুম্বনগুলো ,
আর ওগুলো কৌটোভরা জোছনার সাথে
রেখে দিও ড্রেসিং টেবিলে ,
অথবা শাড়ির নকশায় মুড়ে তুলে রেখো
ঐ কাঠের আলমারিতে,  
অন্ধকার উত্তাপে চুম্বনও ছুঁতে পারে আকাশের গ্রীবা।
আমার জন্য কিছুটা অবজ্ঞা
তুমি রেখে দিও চোখের পাতায়,
কিছুটা বিশ্বাস টাকার পার্সে তুলে রেখো
খুচরো আদুলির সাথে,
আমি তো যাচ্ছি,
কখনো সরু অলিগলি ধরে কখনো
ব্যাস্ত রাজপথের যানজট মাড়িয়ে ।
যাচ্ছিই যখন তখন ফিরতেতো সময় লাগবেই,
হয়তো মাস,বছর, নয়তো পুরো শতাব্দী ।
পুরোটাই নিছক চোখের পলক মাত্র,
আমার জন্য একটি রাত তুমি রেখে দিও স্বপ্নের দেরাজে,
তোমার ঐ মকমলের নিপুন শয্যার গভীরে ।
তবু দেরাজ খুলো না কখনো ।
কিছু শাসন তুমি আমাকে করতেই পারো,
তুলে রেখো ওগুলো ,
আমার শরীরে না হয় চরের মত জেগে থাকলো
তোমার দেওয়া সেই আচোড় ।