অধরা
তুমি কি আমার অস্তিত্ত্ব বুঝেছিলে?
শিউলী, হাস্নাহেনা, বকুলের সুবাসের সাথে
যে অচেনা ঘ্রান টা ছিল
ওটা আমি ছিলাম. . . . . .

তুমি ঝিঝি পোকা, ডাহুক কিংবা নদীর কলতান শুনেছ ?
শোননি !
শুনেছ কি ......
শীতের শেষে ঝড়ে পড়া পাতার শব্দ. . . .?
ওটা আমি ছিলাম. . . .

কখনো দেখেছ কি রাতের শেষে
চাঁদের পাশে একাকী জ্বলে রয় যে শুকতারা ,
ওটা আমি ছিলাম. . . . .
জানি তুমি শুনোনি, তুমি দেখনি,
তবুও আমি ছিলাম,
আজো আছি. . . . . .