মসৃণ কথার অচেনা আলাপে,
উল্টো পাল্টা অচেনা প্রলাপে
নরম হাত চিবুকে ছোঁয়াবে।
তর্জনী ছুয়ে যাবে ওষ্ঠপ্রান্ত
চোখের পাঁচিলে শক্ত যুবককে,
অচেনা আদলে আদর মাখাবে।

যদিও তুমি- দুহাত বাড়িয়ে………
যদিও তুমি- যাচ্ছো হাড়িয়ে…….
যদিও তুমি- চাইছ গভীরে।
যদিও তুমি- আদর অভীরে…….
যদিও তুমি- নিজেকে হারাবে…….
যদিও তুমি- লজ্জা তাড়াবে……..
আমার ঠুঙ্কো এক মুচকি হাসির -ইশারায়!

লোমশ বুকেতে অজানা সুখেতে,
গুঁজেছে মুখ পালক পরশে।
খোলা চুলে সর্বস্ব উড়িয়ে,
বুনো গন্ধের জালে জড়িয়ে!

তবুও তুমি- উষ্ণ পশমে……..
তবুও তুমি- নরম কুশনে……..
তবুও তুমি- প্রশ্বাসে খুঁজবে…….
তবুও তুমি- লাজে নয়ন মুঁজবে……..
একাকী আমাতে-
একাকী তোমাতে-