তোমার জন্য বসে থেকে
আজ আরো একবার নিজেকে হারিয়ে ফেলছিলাম ।
চারটা শালিক ছিল চোখের সামনে এদের দুজন খাবার খুজছে,
বাকী দুজন খুজছিল ঘড় বানানোর সরঞ্জামাদি ।
গতকালের বৃষ্টির ছোঁয়ায়
গাছের পাতাগুলো কে দিয়েছে নতুন এক সাজ ।
ঐ কামিনী গাছটাও আজ একদম ঝরঝরে ছিল ।
লেকটা বড় বেশী শান্ত আজ ।
ওকে দেখে মনেই হচ্ছে না যে গতকাল ওর বুকে
শিলাবৃষ্টির নির্মম অত্যাচার হয়েছে ।
আমি তখনো তোমার অপেক্ষায় ।
অপেক্ষায় ছিলাম এক মানবীর আগমনের ।
অপেক্ষায় ছিলাম একটি পার্পেল রং এর ।
হঠাত্ তাকিয়ে দেখি শালিকগুলো আর নেই ।
ওরা চলে গেছে কিন্তু তুমি তখনো আসো নি ।
ঘড়ির কাটাটাও মনে হচ্ছে বড় আলসে হয়ে গেছে ।
এগুতেই চাচ্ছে না ।
বারবার তাকাচ্ছিলাম পেছন ফিড়ে
এই বুঝি তুমি এলে বলে ।
তুমি তখনো আসনি মানবী ।
আমি আজ যাবনা
তুমি না এলে
সত্যি ফিরবো না
তুমি না এলে ।
কথা দিচ্ছি আজ কিন্তু তাকিয়ে থাকবো
তুমি চলে যাওয়ার সময় ।
যতক্ষন তোমায় দেখা যাবে ঠিক ততক্ষন ।