তোমাকে মূল্যায়ন করার স্পর্ধা আমার আছে কই?
আর অবমূল্যায়ন?
না, সে যোগ্যতা আমার হয় নি।
অসীম দূরত্বে থেকেও তোমাকে ভালোবাসতে পারি।
তোমার চলার পথের কাঁটাগুলোকে ঢেকে দেওয়ার জন্য-
আমার প্রণয়বাগিচা শূণ্য করে
পাপড়ি বিছিয়ে দিতে পারি।
সুপ্ত অভিমান গুলোকে বুকের গভীরে-
লুকিয়ে নিতে পারি এক লহমায়।
শুধু ভালোবাসি বলে।

আমার নীরব অনুভূতি গুলোকে-
পলাশের রঙে রাঙিয়ে যত্নে লালন করতে পারি
             অন্তরের অন্তস্থলে।
এক অন্তহীন প্রত্যাশা নিয়ে,
প্রতীক্ষার প্রহর গুনতে পারি দীর্ঘসময়।
বিষাদের সুরে হৃদয়ের কান্না ঢেকে দিতে পারি
              প্রশান্তির হাসিতে।
তোমায় ভালবাসি বলে।