এখানে প্রাণের আকাশে চাহিয়া কাঁদিল দিগন্ত,
ওখানে জগৎ প্রস্ফূটিত নাচিছে বসন্ত।
জীবনের এক কঠিন প্লাবনে ভাসিল নদীর ধার,
অশ্রুসজল রুদ্ধ নয়ন, খসিল সোনার হার।
এখানে হাসিল সুখের সূর্য, সেখানে কাঁদিল প্রাণ,
কেহ বা পাইল অলীক স্বপ্ন, কেহ বা পরিত্রাণ।
কাহারও চোখে সজীব দীপ্তি, কাহারও বা ঝড়ে ঝড়,
কাহারও আশায় অনুপম ফুল, কাহারও আপন পর।
সেথা মিলে যত সুখ ও দুঃখ, সেথা মিলে অধিকার,
সেথা লহ তুমি খুঁজিয়া তোমার হারানো সোনার হার।