স্মৃতির পাতা দিচ্ছিল আজ মনের দোরে টান,
মন হারানো সুরে তুমি গাইছিলে সেই গান।
যে গান শুনে সুপ্ত হৃদয় জেগে উঠেছে,
কিশোরী জীবনে প্রথম দোলা লেগেছে।
আকাশ জুড়ে সেদিন তোমার ছবি এঁকেছি,
বাতাসে জুড়ে তোমার চলার শব্দ শুনেছি।
ফুলের বুকে পরম সুখে ঘুমিয়ে থেকেছি,
ভোরের আলো ফোটলে প্রথম তোমায় দেখেছি।
ঘুম ভাঙানো সুরে তুমি গাইছিলে সেই গান,
যে গান শুনে আঁখি পাতায় নামল সুখের বান।
নীরব তোমার ভালোবাসায় মনের আবেশে,
একলা ছোটে দুরন্ত মন মুক্ত আকাশে।
সুখের আকাশ হঠাৎ করে ঢাকলো কালো মেঘে,
সুখের চাবি হারিয়ে গেল, হঠাৎ ঝড়ের বেগে।
পিছন ফিরে তাকিয়ে ছিলাম, অনেক দূরের পথে,
চললে তুমি ভীষণ একা, কেউ ছিল না সাথে।
আজ অবেলায় তোমায় ভেবে কেমন করে মন,
তোমায় ছাড়া একলা কাটাই নিঃস্ব এ জীবন।