একদিন হারাবে জীবন,
সৃষ্টিতে রবে জানি মন।
জীবনের পথটুকু ধরে,
যা কিছু সম্মুখে পরে,
সেইখানে খুঁজে লহ প্রেম,
সৃষ্টি যে তোমারি ছিলেম।

জীবনের এইটুকু আশা,
রয়ে যাবে হয়ে ভালোবাসা।
প্রাণ ছিল এক ধারে পড়ে,
তুমি যদি নিলে তারে ধরে,
কেন তুমি দূরে যাবে প্রেম,
সৃষ্টি যে তোমারি ছিলেম।

সৃষ্টির জীবনের মান,
সে তো প্রেম তোমার'ই দান।
দুটি মনে এক বন্ধন,
বেঁধে নিতে পারে কোন জন,
বেঁধেছো যে তুমি ওগো প্রেম,
সৃষ্টি যে তোমার'ই ছিলেম।

সৃষ্টির মনদরজায়,
প্রেম ছিল প্রেমের'ই মায়ায়,
এক ডোরে বাঁধা দু-জীবন,
ছাড়াতে আসে যে কোন জন?
সৃষ্টিকে খুঁজে লহ প্রেম,
যেমন রাধাকে নিলো শ্যাম।