আমি তোমার প্রিয়তমা হবো,
এমন স্বপ্নে ভাসার মতো দুঃসাহসের ডানা-
আমার কবেই গেছে ভেঙে।
কবেই আমার স্বপ্ন ছেড়ে,
অনেক দূরের পাহাড় চূড়ে,
দৃশ্যপটের বাইরে গেলে উড়ে।
কবেই তোমার হারিয়ে যাওয়ার পথে,
সারিয়ে নেওয়া হৃদয় টাকে-
বাড়িয়ে দিলাম তোমার করপুটে।
দু-হাত আমার অঞ্জলীতে ভরে,
কবেই দিলাম ভালোবাসার অর্ঘ্য তোমার তরে।
বিদায় বেলায় একটুখানি চেয়ে,
দহনের ওই যন্ত্রনাটা সয়ে,
অশ্রুভেজা বুকের পাজর লয়ে,
ছাড়িয়ে নিলাম সকল বাঁধন,
রইল না আর কোনোই সাধন,
অন্ধকারে লুকোচুরির ঘরে।
দিয়ে গেলাম অঞ্জলীতে ভরে,
সোহাগ মাখা ভালোবাসার অর্ঘ্য তোমার তরে।