কিছু না বলা কথা-
যখন গভীর রাতের ঘুম ভাঙিয়ে দেয়,
কিছু ব্যর্থ অতীত, তখন -
বুকের ব্যথা টাকে ভীষণ ভাবে বাড়িয়ে দেয়।
নিঃশব্দ অন্ধকার চেপে ধরে হৃৎপিণ্ড টাকে।
অবহেলায় ঝরে যাওয়া কিছু স্বপ্ন তখন-
উঁকি মারে মনের আকাশে,
আবছা অন্ধকারে।
বিদ্রূপের গাঢ় রঙ মাখানো অট্টহাসিতে ফেটে পড়ে
আঁধার-কালো নিস্তব্ধতা।
অসহ্য যন্ত্রণাময় নিঃসঙ্গতা
তার সঙ্গী খুঁজে পায়,
আর আমি পাই এক অব্যক্ত যন্ত্রণা,
যার ভার, শুধু আমাকেই বইতে হয়।