হঠাৎ ভাবি মনে,
চেনা লোকের ভিড়টাও আজ-
ভীষণ অচেনা।
চির চেনা শব্দগুলো নূতন করে বাজে,
আমার হৃদয় বীণার মাঝে।
ভালোবাসায় ভরিয়ে রাখা
ঝুলি খুলে বসি,
মিছেই স্বপ্ন দেখা,
নুড়ি, পাথর, কাঁকড়তো সব,
কোথায় ভালোবাসা?
কোথায় আমার সোনালী রোদ মাখা-
মধুর সকালগুলো?
আপনজনের হাসির ছোঁয়ায় ঝলমলিয়ে ওঠা
নতুন সূর্য যেন-
তামসলোকে হারিয়ে গেছে আমায় রেখে একা।
ওরা আমায় ভীষণ ভালোবাসে,
ওইটুকু বিশ্বাসে
ভরেছিলাম হৃদয় আমার সোনার কমল তুলে।
হঠাৎ চেতন জাগে,
ওই সোনার কমল বহন করা
ভীষণ বোঝা লাগে।
সোনা কখন লোহা হল বুঝিনি তো আগে।
হৃদয় পুড়ে তৈরি হওয়া লোহার মতো ভার,
বুঝি বইতে আমি পারি?
ওরে, ওরা কারা?
ওই চেহারা নূতন কেন লাগে?
ওই মুখের ওপর মুখোশ ছিল
দেখিনি তো আগে।