মনে কি পড়ে গো সেই প্রথম সকাল?
প্রথম পরশে প্রেম উথাল-পাথাল।
মধুর বসন্ত-সকাল মৃদু সমীরণ,
কি জানি কি কথা কয় কানে অনুক্ষণ।
কি জানি কি কথা শুনে মৃদু হাসি মুখ,
ছুঁয়েছে হৃদয় দুটি কত কত সুখ।
মনে কি পড়ে গো সেই প্রথম সকাল?
দুটি হাত ছুঁয়ে ছিলে নিয়ে স্বপ্নজাল।
চোখে চোখে চেয়ে তুমি মেঘবালিকার,
প্রাণে প্রাণে বলেছিলে কথা অনিবার।
আমার আকাশ ছেয়ে মিঠে রোদ-হাসি
তুমি শুধু বলেছিলে "আমি ভালোবাসি"।
সেই দিন হতে বাঁধা ঐ বাহুডোরে,
কোনদিন কিছুতেই না যেন গো ছিঁড়ে।
পায়ে পায়ে হেঁটে হেঁটে অনন্তকাল,
দাঁড়াবো সম্মুখে রেখে দিকচক্রবাল।
তুমিই তো আছো এই মন আঙ্গিনায়,
তুমিই নীরবে রবে কোনো ছলনায়।
এই আশা বুকে রেখে পথ চলা শুরু,
কোনো ঝড়ে হাত ছাড়ে, বুকে দুরু দুরু।
দুটি ঠোঁটে রাঙা হাসি শেষ লগনে,
ভেসে ভেসে যাব এক সুখ প্লাবনে।
মনে কি পড়ে গো সেই প্রথম সকাল?
চিরাগের বাতি হলে আজন্মকাল।