আকাশে মেঘ-
আড়ালে সূর্য মৃদু মৃদু চোখ টিপে।
নদী তীর, বালুচর, বসে আছো তুমি।
মন চায় পাশে গিয়ে আর একটু বসি।
তখনও আকাশে মেঘ।
তোমার ও পাশে কাশফুল গুলি-
চেয়ে আছে অবাক দৃষ্টিতে, আকাশের পানে।
তৃষিত বক্ষে এক বিন্দু জল চাই তার।
তখনও আকাশে মেঘ, তখনও তৃষিত বক্ষ,
তুমি প্রাণ খুলে হেসেছিলে,
ওরা চেয়ে চেয়ে দেখেছিল।
কাশফুল গুলি হেলে পড়েছে।
তখনও মেঘ কাটেনি,
ছোট ছোট ফুলগুলি তাদের বিলাস হারিয়েছে।
তোমার দৃষ্টিতে তারা প্রাণ পাবে।
তখনও আকাশে মেঘের আনাগোনা,
তখনও শিরায় শিরায় তোমার ব্যর্থ আগমন বার্তা।