অংকে আমি বরাবরই কাঁচা,
জীবনের ওই সমীকরণটা তাই-
কোনোদিন আর মেলানো গেলো না।
সমীকরণের শেষ টানে,
তৃপ্তিদায়ক ফল পাওয়া আর-
এই জন্মে হল না আমার।
পরের জন্মে আবার আমি বসবো,
কাগজ-কলম সঙ্গে অনেক নিয়ে।
এ জন্মে তো হিসেব বুঝিনি,
পরের জন্মে বুঝবো ভালো করে।
এ জন্মে তুমি নাই বা আমার হলে,
পরের জন্মে হিসেব কষে মিলিয়ে দেখো আবার,
এ জন্মের সব দেনা-পাওনা,
পরের জন্মে চুকিয়ে নেবো দু-জন দু-জনাতে।