শুধু তোমার জন্য,
এক সমুদ্র অভিমান বুকের মাঝে জমা রেখে,
আমি সবার মাঝে হারিয়ে যেতে পারি।
আমি পারি পৃথিবীর সব সৌন্দর্যকে
লুফে নিতে।
হাজারো লোকের ভিড়ের মাঝেও
তোমার চলে যাওয়া পথ-
আমি খুঁজে নিতে পারি।
শুষ্ক হৃৎপিণ্ড যখন পিপাসায় কাতর হয়,
পাহাড়ের ঝরনায়
তাকে ভিজিয়ে নিতে পারি।
অনাহূত অভিমানরা যখন
ভালোবাসার পিপাসায় নেতিয়ে পড়ে,
সেই অভিমানকে কঠোর শাসনে
আমি বাঁধতে পারি।
শুধু নিশিথের অন্ধকারকে
কোনোদিন আমি হারাতে পারিনি।
তার কাছে অশ্রু লুকোতে
আমি ব্যর্থ হয়েছি।