হুট করে হেরে যেতে নেই,
জয়ী একদিন হবেই।
যতটুকু আছে সামর্থ্য
দিয়ে দাও সব,
লাগবে না অত অর্থ।
ইচ্ছা থাকলেই সব সম্ভব
বলে গেছেন বিজ্ঞজন,
তোমার দুঃখে থাকবে যে পাশে,
সে ই আসল প্রিয়জন।
ফেসবুক কিংবা ইন্সট্রাতে,
শত শত ছবি আর ভিডিওতে,
কি বা হবে থেকে?
যদি না পাও বিপদেতে।
তাই তো বলি,
নিজের পথেই নিজে চলো,
অন্যকে বানিও না সাথী।
দিনশেষে কিছু না পেলেও,
নিজেকে ভাবতে হবে না অপরাধী।
হুট করে হেরে যেতে নেই,
একা বেঁচে থেকো,
সবার জন্য মরে যেতে নেই,
প্রিয়জনের মুখটি একবার ভেবো।