আমার হারিয়ে যাওয়া অতীত,
আমার হারিয়ে যাওয়া বন্ধু,
আমার হারিয়ে যাওয়া স্বপ্ন,
আমি এখন শুধু আমাতেই মগ্ন।
আমার হারানো সময়গুলো,
আমার হারানো কথাগুলো,
আমার হারানো প্রিয় ব্যক্তি,
আমি এখন চাই শুধু মুক্তি।
সবকিছুই ছিল ভ্রান্ত ধারণা,
সঠিক হয়নি আমার পথচালনা।
অকালেই করতে নেই মুক্তির বাসনা,
উন্মুক্ত করতে শিখছি নিজের চেতনা।
পুরোনো স্মৃতি ঘাঁটতে গিয়ে,
আমার চোখ দুটো যায় থমকে,
ভালোলাগা আর ভালোবাসা
দুইটি যে নয় এক,
বুঝাতে পারেনি নিজের মনকে।
ভালবেসে ভালোলাগাকে করতে গিয়ে আপন,
ঘটিয়েছি বিনাশ,
ঘটছে বিনাশ,
ঘটবে বিনাশ,
এটাই সত্য চিরন্তন।