আমি তোমার আঁধার হবো
সেই আঁধার,
যে আঁধারে তুমি নিরবে সব কথা বলো যা শুধু আঁধারই শোনে।
আমি তোমার বসন্ত হবো।
তোমার খোঁপায় সদ্য ফোটা কৃষ্ণচূড়া হবো।
হ্যা আমি তোমার ওই আয়না হবো
যেখানে স্নানের পর ভেজা চুল শুকাও
যখন তুমি সিঁদুরে রাঙাও সিথী।
তারপর তোমার হাতের শাখা পলার প্রণাম হবো।
আমি তোমার সন্ধ্যাকাল হবো
যখন তুমি গান গেয়ে ঠাকুরঘরে প্রদীপ জ্বালাও
আমি তোমার ঐ প্রার্থনা হবো।
তোমার কপালে ছোঁয়া প্রথম বৃষ্টিফোটা হবো
তোমায় ভেজাবো বলে
তোমার প্রিয় শ্রাবণধারা হবো।
আমি তোমার সমগ্র স্বত্তা হবো,
হ্যাঁ,সর্বোপরি আমিই একা "তুমি হবো"।
তুমি হবো-২
লেখা: দীপ্ত
০৪/০৫/১৬
শেরপুর।