আমি রাত জাগতাম বলে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে,
জীবন মানে কি শুধুই বিনিদ্র রাত
আর চোখের নিচে কালো দাগ ?
সে রাতে আমি বলেছিলাম, "আমার কাছে জীবন মানে অপেক্ষা, আরও একটি ভোরের অপেক্ষা, আরও একটি অন্ধকারের মধ্যে শেষ নিশ্বাস টি খোঁজার অপেক্ষা।"
তখন আমাকে দিব্যি থামিয়ে দিয়ে তুমি বলেছিলে, "জীবন মানে হাজারো বসন্তের দিন, আর একটি নীল প্রজাপতি ধরার নেশা।"
অথচ দ্যাখো,আমি চলে আসার পর তোমার বাগানে আর একটিও বসন্ত এলো না,
এখন তুমিও নীল প্রজাপতি ছেড়ে ঝিঁঝিঁপোকার নেশায় মত্ত হয়েছো।
জানো, এখন খুব ইচ্ছে করে তোমায় জিজ্ঞেস করি, "বলোতো জীবন মানে কি?"
.