তোমরা মত্ত থেকো তোমাদের উন্মত্ততায়,
পুজোর উদ্বোধন আর কার্নিভালের ব্যস্ততায়,
তোমাদের, আজ উৎসবে ফেরার ডাক,
এ মন, এই সত্তা, শুধুই ধিক্কার জানায়,
বিষন্নতা বুকে নিয়ে এ শহর শুধু বিচার চায়,
স্তব্দ হোক বিচারের নাম বিকৃত রাজনীতিকরণ,
আর কত বলিদানে প্রারম্ভ হবে প্রকৃত দেবীপক্ষের আগমন?
এক নিষ্পাপ শবের নেপথ্যে, সুস্পষ্ট এক বিকৃত সামাজিক চিত্রায়ন।