ভালোবাসা তো ভালোবাসা নয়
হৃদয়ে কাঁটার গুচ্ছ
চোখেতে জ্বলে নিয়নবাতি
মনেতে ময়ুর পুচ্ছ।
নির্ঘুম নিভৃতে দুচোখ জাগে
সাদা পাতা ভরে রঙিন দাগে
চাঁদ সূর্য একটাই আজ
গোটা পৃথিবীই তুচ্ছ ,
ভালোবাসা তো ভালোবাসা নয়
হৃদয়ে কাঁটার গুচ্ছ ।
ভালোবাসা তো ভালোবাসা নয়
নদীর খরস্রোত
এ কূল ভাঙে ও কূল গড়ে
আঁধারেও নামে রোদ
স্বপ্নগুলো তুলি দিয়ে আঁকে
বিশ্বাস জমে মনের বাঁকে,
হেমলক বিষ সুধা মনে হয়
হারায় সকল বোধ।
ভালোবাসা তো ভালোবাসা নয়
নদীর খরস্রোত।
ভালোবাসা তো ভালোবাসা নয়
পাক্কা প্রবঞ্চক-ই
হারিয়ে যাওয়ার নেই মানা তার
ব্যর্থ স্মৃতি রাখি
প্রজাপতি বুকে আর না আসে
চঞ্চল অলি ঈষৎ হাসে
জোনাকিরা রাতে খোঁচা দিয়ে বলে
তুই গান্ডু নিছকই ।
ভালোবাসা তো ভালোবাসা নয়
পাক্কা প্রবঞ্চক-ই।